শিক্ষা বিভাগসমূহ : প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের যুগোপযোগী আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার মানসে বর্তমানে নিম্নোক্ত বিভাগসমূহ চালু আছে।
১. আবাসিক মক্তব বিভাগ : এটি শিক্ষার একেবারেই প্রাথমিক স্তর। এখানে কচিকাঁচা কোমলমতি শিশুদের সুদক্ষ ট্রেনিংপ্রাপ্ত মুয়াল্লিম দ¦ারা বিশুদ্ধভাবে কুরআন মাজীদ তেলাওয়াত, জরুরি মাসাআলা-মাসায়েল দোয়া-দরুদ, উর্দূ ইত্যাদিসহ বাংলা ইংরেজি বিভাগের যোগ্য শিক্ষকদের দ্বারা বাংলা, অংক, ইংরেজি ইত্যাদি তৃতীয় শ্রেণি পর্যন্ত মাত্র দুই বছরে শিক্ষা দেওয়া হয়।
২. তাহফীযুল কুরআন বিভাগ : এ বিভাগে অভিজ্ঞ ও ট্রেনিংপ্রাপ্ত হাফিয মাওলানা শিক্ষক দ্বারা সম্পূর্ণ কুরআন মাজীদ সহীহ-শুদ্ধরূপে মুখস্থ করে হিফয পাকাপোক্ত করে হাফিযে কুরআন হিসেবে গড়ে তোলা হয়। তাজবীদের নিয়ম-কানুনও শিক্ষা দেওয়া হয়।
৩. কিতাব বিভাগ : মাদরাসার প্রধান ও বৃহত্তম বিভাগ হিসেবে এ বিভাগটি মুসলিম সন্তানদের মাত্র ১১ বছরে মক্তব বা হিফয উত্তীর্ণ ছাত্রদের ৫টি স্তরে যথা- প্রাথমিক স্তর, মাধ্যমিক স্তর, উচ্চ মাধ্যমিক স্তর, স্নাতক স্তর ও স্নাতকোত্তর স্তরে ভাগ করে দাওরায়ে হাদীস (টাইটেল বা মাস্টার্স) পর্যন্ত শিক্ষা দেওয়া হয়।
৪. উচ্চতর ইসলামী আইন বিভাগ আত-তাখাসসুল ফিল ফিকহি ওয়াল ইফতা : মানবজীবনের প্রতিটি ক্ষেত্রে সৃষ্ট পরিস্থিতির শরয়ী সমাধান দানে বিজ্ঞ ও অভিজ্ঞ মুফতির প্রয়োজন রয়েছে। প্রকৃত ইসলামের শাশ্বত জীবনধারায় নিজেকে পরিচালিত করতে হলে একজন যোগ্য মুফতির শরণাপন্ন হতে হয় পদে পদে। এই প্রয়োজনীয়তাকে উপলব্ধি করেই উপযুক্ত ইসলামী আইন বিশেষজ্ঞ তৈরির লক্ষ্যে ১৪৪২ -৪৩ মোতাবেক ২০২১-২২ ঈসায়ী সনে জামিয়ার অভিজ্ঞ আসাতিযায়ে কেরামের তত্ত¡াবধানে চালু করা হয় উচ্চতর ইসলামী আইন বিভাগ তাখাসসুল ফিল ফিকহ ওয়াল ইফতা। সমাজতন্ত্র ও পুঁজিবাদ তথা পাশ্চাত্য অর্থনীতির সাথে ইসলামী অর্থনীতির তুলনামূলক বিশ্লেষণ, ব্যাংক, বীমা, কোম্পানী রাষ্ট্রবিজ্ঞান ও চাকরি শাস্ত্রের মাসায়েলসহ আধুনিক বিষয়াদির ইসলামী হুকুম বর্ণনা করার মৌলিক নীতিমালার প্রশিক্ষণ প্রদান এ বিভাগের দায়িত্ব।
কারিগরি বিভাগ :
বেকারমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে অত্র প্রতিষ্ঠানের এটা একটি বিশেষ বিভাগ। সরকার অনুমোদিত এ বিভাগে বর্তমানে বাধ্যতামূলক কম্পিউটার, দর্জি (টেইলারিং), ইলেকট্রিক ও ড্রাইভিং প্রশিক্ষণ দেয়া হচ্ছে।
কুতুবখানা :
ছাত্র ও শিক্ষকদের সুবিধার্থে প্রতিষ্ঠানটিতে একটি কুতুবখানার ব্যবস্থা রয়েছে। শিক্ষকগণ মুতালাআর জন্যে এবং ছাত্রগণ সংশ্লিষ্ট শ্রেণির পড়াশুনার জন্যে এক বছরের পাঠ্যপুস্তক এখান থেকে সংগ্রহ করতে পারে। বছর শেষে তা আবার যথারীতি কুতুবখানায় জমা দিতে হয়।
আফতাব ছাত্র পাঠাগার :
পাঠ্য-পুস্তকের পাশাপাশি ছাত্রদের বহুমুখী প্রতিভা বিকাশের জন্য চরিত্রগঠনমূলক বহুমুখী মূলবান বইপুস্তক এ বিভাগে সংরক্ষিত আছে। এ বিভাগটি নিয়মতান্ত্রিক ও যথাযথভাবে পরিচালনার জন্যে একজন শিক্ষক তত্ত¡াবধায়ক হিসেবে আছেন। কিতাবাদি ছাড়াও বহুমুখী দক্ষতা ও জ্ঞানার্জনের জন্য এ বিভাগের আওতায় কয়েকটি কর্মসূচী পালন করা হয়ে থাকে।
ক. ত্রৈ মাসিক দেয়াল পত্রিকা : লেখালেখির অভ্যাস গড়ে তোলার মাধ্যমে যোগ্য কলম সৈনিক তৈরির প্রত্যয়ে ‘আল-আফতাব’ নামে একটি বাংলা ও আরবি দেয়ালিকা নিয়মিত প্রকাশিত হয়।
খ. বক্তৃতা প্রশিক্ষণ : নায়েবে নবীর গুরু দায়িত্ব ও কর্তব্য হলো সমাজের মধ্যে কুরআন ও হাদীসের আলো ছড়িয়ে সমাজ সংস্কারের কাজ আঞ্জাম দেওয়া। যার জন্যে বাকশক্তি ও বর্ণনাভঙ্গির প্রশিক্ষণের বিকল্প নেই। তাই উপযুক্ত শিক্ষকের তত্ত¡াবধানে কিতাব বিভাগের ছাত্রদের বিভিন্ন গ্রæপে বিভক্ত করে বা প্রয়োজনে একত্রে পূর্বঘোষিত নির্দিষ্ট দ্বীনী বিষয়বস্তুর ওপর প্রতি বৃহস্পতিবার বাদ যোহর থেকে আছর পর্যন্ত বক্তৃতা প্রশিক্ষণ হয়ে থাকে।
গ. মুনাজারা বা বিতর্ক অনুষ্ঠান : বিভিন্ন সময়ে শিক্ষকগণের তত্ত¡াবধানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে তালেবে ইলমগণ যুক্তিতর্কের মাধ্যমে বাতিলের ভ্রান্ত মতবাদ মোকাবেলা করার যোগ্যতা অর্জনে সক্ষম হয়।
ঘ. সাহিত্য বিভাগ : বাংলাভাষা ও বানানে পারদর্শী করে গড়ে তোলার জন্যে এ বিষয়ে অভিজ্ঞ শিক্ষক দ্বারা সপ্তাহে একদিন কিতাব বিভাগের ছাত্রদের সংক্ষিপ্ত প্রশিক্ষণ দেয়া হয়।